তারকাখচিত দল গড়লেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বটা ভালো কাটেনি মিনিস্টার গ্রুপ ঢাকার। চার ম্যাচের তিনটিতেই দেখেছে হারের মুখ। চট্টগ্রাম পর্বে নিশ্চিতভাবেই নিজেদের ভাগ্যপরিবর্তন চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেই লক্ষ্যেই আজ সিলেটের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফি-তামিমরা।
চট্টগ্রাম পর্বের শুরুটা অবশ্য ভালো হয়েছে দলটির, সঙ্গে পেয়েছে টস ভাগ্যকে। মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতেছেন। এরপরই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
সিলেট সানরাইজার্স একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, সোহাগ গাজী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম, রবি বোপারা।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদ উল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, কায়েস আহমেদ।