জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে মিছিল-আলোচনা সভা

top Banner

স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগ ও পদত্যাগ উপলক্ষে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টায় বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সমাবেশস্থল থেকে মিছিল বের করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদস্থ শেষ হয়। এসময় হাজার হাজার জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আলোচনা সভায় জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিন সিকদার, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক  ফজলুল করিম, শ্রমিক কল্যান ফেডারেশন নেতা আবু বকর, ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলা উত্তরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান এবং মিরসরাই উত্তর সভাপতি ইমাম হোসেনসহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

 

এসময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। এছাড়াও সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ টিম গঠন করেতে নির্দেশ দেন। তাদের যাতে কোন ক্ষতি না হয় সেবিষয়ে দায়িত্বশীলদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।

আরো খবর