Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের উদ্বোধন, ৬ শতাধিক রোগী পেল ফ্রি চিকিৎসা - চলমান মিরসরাই

জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের উদ্বোধন, ৬ শতাধিক রোগী পেল ফ্রি চিকিৎসা

top Banner



সুপরিসরে নিজস্ব ভূমিতে আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের বহিঃবিভাগের যাত্রা শুরু হয়। কোরিয়া, জাপান ও জার্মানি থেকে আমদানি করা মেশিনে নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই এই হাসপাতালের যাত্রা। এখানে এমন কিছু পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা রয়েছে যেসব পরীক্ষা নিরিক্ষা করতে ফেনী, চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে হয় এখানকার বাসিন্দাদের। তাই যেসব বাসিন্দাদের হাতের নাগালে পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিচ্ছে এই হাসপাতাল। তম্মধ্যে অন্যতম ৫০০ এম.এ. এক্স-রে ডিজিটাল এক্স-রে (ডিআর), ডেন্টাল এক্স-রে (ওপিজি), কম্পিউটারাইজড হেমাটোলজি এনালাইজার, হিস্টোপ্যাথলজি, ভিটামিন-ডি, ডিজিটাল হরমোন এনালাইজার, কম্পিউটারাইজড বায়োকেমিষ্ট্রি, কম্পিউটারাইজড মাইক্রোবায়োলজী ও কসমেটিক খৎনা। এছাড়া যথারীতি অন্যান্য পরীক্ষা নিরিক্ষারও সেবা মিলবে এখানে।

রবিবার হাসপাতালের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।

এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ এম নিজামী, হাসপাতালের এক্সিকিউটিভ মেম্বার ও জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের সেক্রেটারী আবু নাছির, নির্বাহী কমিটির সদস্য সোহাগ আরমান, পরিচালক অপারেশন ডা. আবু সালেহ মো. সালা উদ্দিন চৌধুরী, পরিচালক আবু মোস্তফা কামাল চৌধুরী লিটন, শেখ নুরুল আবছার, ল্যাব এন্ড ওপিডি সহকারী পরিচালক শফিকুল আরাফাত খন্দকার।

এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শনিবার সকালে ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদ সংলগ্ন স্থানে ২৪ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন। হাসপাতালের বহিঃবিভাগের উদ্বোধন উপলক্ষে সকল ডায়াগনস্টিক পরীক্ষায় ২০% এবং ওষুধসমূহে ১০% ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া দ্বীন এম রানা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জালালাবাদ কমিউনিটি চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের সৌজন্যে চক্ষু শিবিবের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে চক্ষু, মেডিসিন, গাইনী, অর্থোপেডিক্স, হার্ট ও ডায়বেটিকসের চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়।

এছাড়া সপ্তাহের বিভিন্ন দিনগুলোতে রোগী দেখছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার নবজাতক, শিশু-কিশোর, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডা. তানজিল ফরহাদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডা. শাওন বড়ুয়া, গাইনী, প্রসূতি রোগ, আল্ট্রাসনোগ্রাফী এবং গাইনোকোলজিক্যাল সার্জারিতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ডা. সুলতানা ইয়াসমিন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল প্রাকটিশনার বাত-ব্যাথা, হাড় ভাঙ্গা-জোড়া, জয়েন্ট মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডা. আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

আরো খবর