জোরারগঞ্জ ও হিঙ্গুলী বিএনপির কমিটি গঠিত

top Banner

মিরসরাইয়ে দুটি ইউনিয়নে আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি। রোববার (১ মে) মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২নং হিঙ্গুলী ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মিরসরাই উপজেলা বিএনপি।

হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন কাজী ছালে আহাম্মদ। এ কমিটিতে সদস্য সচিব মনোনীত হয়েছেন রফিকুল ইসলাম ভূঁইয়া। জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন সাইদুর রহমান চৌধুরী নসু। এ কমিটাতে সদস্য সচিব মনোনীত হয়েছেন মাসুকুল আলম সোহান।

কমিটি প্রসঙ্গে মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, গত ৩১ ডিসেম্বর মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি। এরপর থেকে আমরা সুষ্ঠভাবে গ্রহনযোগ্য এবং আগামী নির্বাচনের আগে শক্তিশালী একটি উপজেলা বিএনপির কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নের কমিটিগুলো দ্রুত ঘোষণা করা হবে। এইসকল কমিটি গঠনে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগী এবং কর্মী বান্ধব নেতাদের মুল্যায়ন করা হবে। প্রতিটি ইউনিয়নের কমিটি দলের তৃণমূল থেকে উর্ধ্বতন মহলে গ্রহণযোগ্যতা পাবে।

একই বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দায়িত্বের জন্য নির্বাচিত করছি। আগামী সম্মেলনে তার সুফল দেখবে সবাই। আগামী দিনে বিএনপির জন্য কঠিন পরিক্ষা অপেক্ষা করছে। এইজন্য বিএনপির সকল ইউনিয়ন নেতৃবৃন্দ ধৈর্য্য এবং আন্তরিকতার সঙ্গে উপজেলা কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করবেন বলে আশা রাখছি।

আরো খবর