জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টারের
মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

top Banner

নিজস্ব প্রতিবেদকঃ

মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টারের মা রাবেয়া খাতুন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

সোমবার (২৯ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। একইদিন দুপুর ২ টায় উপজেলার মস্তাননগরে বাড়ির প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মরহুমার একমাত্র ছেলে রেজাউল করিম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, মাওলানা মফিজুর রহমান।

জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, ব্যবসায়ী, শিক্ষক, আলেম-ওলামা সহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরো খবর