জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

top Banner



শতবর্ষী বিদ্যাপীঠ মিরসরাই উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । ৭ ও ৮ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্ট ও দ্বিতীয় দিন ২৪টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও শিক্ষিকা কেয়া চক্রবর্ত্তী, শিক্ষক নিতাই চন্দ্র দাশ ও ফজলুল করিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল হক, নবনির্বাচিত সদস্য মেজবা উল আলম বাবুল, হারুনুর রশীদ, বিপুল তফাদার, শহীদুল ইসলাম, প্রিয়াংকা হাজারী, সাবেক সদস্য নাজিম উদ্দিন ভূঁইয়া, জিয়াউল হক টিপু, দিদারুল আলম, বংশী চন্দ্র নাথ প্রমুখ ।

প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন বিশে^র মধ্যে রোল মডেল। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সরকার মেয়েদের উপবৃত্তি চালু রেখেছে। মিরসরাই উপজেলা সহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় একাডেমিক ভবন নির্মাণ করেছে। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সামগ্রীকভাবে মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। কিন্তু বিএনপি-জামায়াত এসব উন্নয়ন চোখে দেখেনা। তারা শুধু সরকারের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ব্যস্ত। তাই আগামী নির্বাচনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলকের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬০টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, সেরা শিক্ষক হিসেবে ২০১৮ সালে নিতাই চন্দ্র দাশ, ২০১৯ সালে তারেক নিজামী ও বিউটি আক্তার এবং ২০২২ সালের সেরা শিক্ষক হিসেবে মোঃ মাসুদকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান সভাপতি, পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

আরো খবর