জোরারগঞ্জে বাকের স্মৃতি-টেপ টেনিস ক্রিকেট টূ্র্ণামেন্টের উদ্বোধন

top Banner

::শিহাব উদ্দিন শিবলু::
জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার পি.এস.সি.পি মাঠে পরাগলপুর টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়  ছদরমাদীঘি (এস. এফ.সি) ও ব্রাইট এলিভেন জোরারগঞ্জ। দুই দলের মধ্যেকার খেলায় এস. এফ. সি ৩২ রানে জয় লাভ করে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৪টায় খেলা  উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নুরুল আহসান আবছার।

জোরারগঞ্জ  ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানরাথ আহম্মদ চৌধুরী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মকসুদ আহাম্মদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড হতে নব নির্বাচিত মেম্বার মাঈন উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন জিলাল, সাদেকের রহমান, একরামুল হক প্রমুখ।

আরো খবর