::চলমান রিপোর্ট::
জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকার পি.এস.সি.পি মাঠে পরাগলপুর টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয়ে এমএসপি সোনাপাহাড়কে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ছরমাদীঘি এস. এফ.সি।
শুক্রবার (১১ মার্চ) বিকাল ৪টায় ফাইনাল খেলার উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যু্ব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের। জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানরাথ আহম্মদ চৌধুরী বাবুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, জসিম উদ্দিন দুলাল, তাপস কুমার সিংহ,৪নং ওর্য়াডের ইউপি সদস্য মাইন উদ্দিন, জামাল উদ্দিন জিলাল, আওয়ামলীগ নেতা একরামুল হক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা দুর্জয় চক্রবর্তী, শেফায়েত হোসেন, সাহেদ অনিক, ইমতিয়াজ, রাজু, ইমন অন্যান্য নেতৃবৃন্দ।