জে বি চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল সম্পন্ন

মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান জে বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ চ্যাম্পিনন্স লীগ মৌসুম তিন এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) বিকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া ফাইনালে জে বি টাইব্রেকারে রিয়াল মাদ্রিদকে ৪-৫ গোলে হারিয়ে জয়লাভ করে পিএসজি।

মূলত ফুটবলের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও পিএসজির নামে গঠিত হয় দুই দল।

গত ১২ জুলাই থেকে শুরু হওয়া এই লীগে আরো চারটি দলে নিলাম পদ্ধতিতে বিভক্ত হয়ে অংশ নিয়েছেন জে বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক মানারাথ আহাম্মদ চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে বি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল আলম ভূঁইয়া, জেবি এক্স স্টুডেন্ট এসোসিয়েশনেরন যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন নাহিম,যুগ্ম-আহ্বায়ক আরমানুল হক চৌধুরী এবং এসএম নেওয়াজ চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জে বি এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক মানারাথ আহাম্মদ চৌধুরী বলেন,জে বি উচ্চ বিদ্যালয় উত্তর চট্টগ্রামের সবচেয়ে সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান।এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রতিনিয়ত খেলাধূলাসহ কর্মকান্ড অব্যাহত রেখেছে যেটি অন্যান্য প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের জন্য অনুকরণীয়।

আরো খবর