
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা মনোনীত হয়েছেন মিরসরাই থানার পরিদর্শক (অপারেসন্স) দীনেশ দাশ চন্দ্র গুপ্ত।

রবিবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম পুলিশ লাইনে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম স্বাক্ষরিত সনদ তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (সেবা) এসএম রশিদুল হক পিপিএম।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, আশরাফ উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুম সহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
মিরসরাই থানার পরিদর্শক (অপারেসন্স) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত বলেন, সম্মাননা প্রাপ্তি অত্যন্ত আনন্দের। চাকুরীর আগামীর দিনগুলিও যেন আমি সফলভাবে পরিচালিত করতে পারি সেই জন্য সবার দোয়া ও আশির্বাদ কামনা করছি। সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবীব আব্দুল্লাহ ও মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।