জুমার নামাজের মধ্য দিয়ে উন্মুক্ত করে দেওয়া হলো মিরসরাই মডেল মসজিদ

top Banner

নিজস্ব প্রতিবেদক :

হাজারো মুসল্লীর উপস্থিতিতে মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জুমার নামাজের মধ্য দিয়ে নামাজের জন্য উন্মুক্ত করা হয়েছে। মসজিদে পুরুষের পাশাপাশি মহিলারাও নামাজ আদায় করতে পারবেন।

জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। প্রথম ধাপে ৫০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজে খতিব হিসেবে ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান। সারা দেশে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা

জ্ঞাপন করা হয়। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।

আরো খবর