জানাজা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

top Banner
  • চলমান ডেস্ক

আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন ৬৫ বছরের বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম। কিন্তু কে জানতো রাস্তা পার হতে গিয়ে আজই তাকে লাশ হতে হবে। আয়োজন করতে হবে আরেকটি নামাজে জানাজা। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় মস্তাননগর এলাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া তিশা প্লাটিনাম বাসের চাপায় প্রাণ হারান এই বীর মুক্তিযোদ্ধা।
বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা মুমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আব্দুচ্ছালামের পুত্র।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, সকাল ১০টা ৪০মিনিটে উপজেলার সোনাপাহাড় মস্তাননগর বাইপাস এলাকায় তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় ঘটনাস্থলে বীর মুক্তিযোদ্ধা মুমিনুল ইসলাম নিহত হন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে।

আরো খবর