জাতীয় শোক দিবস পালনে রামগড় জোন- ৪৩ বিজিবি

top Banner

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে রামগড়ে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করেছে রামগড় জোন- ৪৩ বিজিবি।

সোমবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার তৈচালাপাড়াস্থ রামগড় জোন- ৪৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে ব্যাটালিয়ন অধীনস্ত সীমান্ত এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, বাগান বাজার বিজিবি ক্যাম্পে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ এবং রামগড় শহিদ ক্যাপ্টেন আবতাবুল কাদের বিদ্যা নিকেতনে কোমলমতি শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে রামগড় জোন- ৪৩ বিজিবি।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন রামগড় জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি। এসময় রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, স্থানীয় সাংবাদিকসহ পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার ও রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি এলাকার অসহায়- হত-দরিদ্রদের খাদ্য সামগ্রী, চিকিৎসাসহ কোমলমতি শিশুদের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতার মধ্যদিয়ে পুরস্কার প্রদানসহ জনকল্যাণমূখী কর্মসূচি পালন করছে বিজিবি।

আরো খবর