
নিজস্ব প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) বাদ জোহর উপজেলার আবুতোরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি ডাক্তার ইয়াসিন মিয়া, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ মামুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন উল্লাহ, আওয়ামীলীগ নেতা আবসার উদ্দিন, জাহাঙ্গীর বাবুল, মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুহেনা বাদশা, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা মাসুদ, মো. ইব্রাহিম, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম শাকিল প্রমুখ।