জাতীয় শোক দিবসে হিতকরীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিরসরাই উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী’র বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। স্বস্থ্য বিধি মেনে রবিবার ( ১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রী মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।

হিতকরী’র সভাপতি ইমাম হোসেন ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ এর সঞ্চালনায় এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে সংগঠনটি নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম রয়েল, স্থায়ী কমিটির সদস্য ইমতিয়াজ চৌধুরী মিশু, কার্যকরী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইখতিয়ার মিতুল, অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি, সদস্য ফয়সাল মাহমুদ, সদস্য সাজ্জাদ সাকিব প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বৃক্ষরোপণ ও করোনা ভাইরাস থেকে সচেতনতার লক্ষ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

আরো খবর