নিজস্ব প্রতিবেদক
বেকার যুবক-যুবতিদের বিভিন্ন ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরিকরনের লক্ষে আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রাম এর উদ্যোগে কক্সবাজারে দুইদিন ব্যাপি জাতীয় শিক্ষানবিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ ও ৩১ মার্চ ইউনিসেফ, জেনারেশন আনলিমিটেড ও এটুআই এর যৌথ আয়োজনে কক্সবাজারের নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষানবিশ সম্মেলনে সেরা উপজেলা কো-অর্ডিনেটর হিসেবে সম্মাননা পেয়েছেন মিরসরাই এর জাহেদ হোসেন। জাহেদ হোসেন শিক্ষানবিশ প্রোগ্রামের মিরসরাই উপজেলা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেকার যুবক-যুবতিদের বিভিন্ন ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরিকরনের লক্ষে আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রাম এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গত ১ সেপ্টেম্বর থেকে মিরসরাই সহ সারা দেশের ৪০ টি উপজেলা নিয়ে শিক্ষানবিশ প্রোগ্রাম চালু হয়। মিরসরাই উপজেলায় ৬ মাস মেয়াদি এই প্রশিক্ষণে ২০ টি কর্মক্ষেত্রে ৫ টি ট্রেডে মোট ৪০ জন শিক্ষানবিশ হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
দুইদিন ব্যাপি এই সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক মোঃ আলী আকবর খান, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আখতারুজ্জামান, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (NASCIB) এর চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন,
এগ্রো ফুড ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এর চেয়ারম্যান
মোঃ শফিকুর রহমান ভূঁইয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এর চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক এস এম শাহজাহান, জেনারেশন আনলিমিটেড বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মারিয়ানি ওহিলার্স, এটুআই এর ইনোভেশন স্পেশালিষ্ট আসাদ-উজ-জামান ও ইউনিসেফ বাংলাদেশ এর শিক্ষা অফিসার ইকবাল হোসেন প্রমুখ।
দ্বিতীয় দিন ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর সচিব মোঃ কামরুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ এর প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আখতারুজ্জামান, এগ্রো ফুড ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ভূঁইয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এর চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিসেফ বাংলাদেশ এর শিক্ষা কর্মকর্তা শেখ নিশাত নাজমী ও এটুআই এর ইনোভেশন স্পেশালিষ্ট আসাদ-উজ-জামান।
সমাপনি অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সেরা ১২ জন উপজেলা কো-অর্ডিনেটর এর হাতে সম্মাননা স্মারক ও সবাইকে সনদ তুলে দেন।
আরো খবর