চলমান ডেস্ক
কিছুদিন আগেই ২৮ মাসের জন্য সম্প্রচার স্বত্ত্ব ব্যানটেকের কাছে বিক্রয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখান থেকে ১৬২ কোটি টাকা আয় হওয়ায় কিছুটা আর্থিক লাভের মুখ দেখার ব্যাপারে আশাবাদী ছিলো বোর্ড। এবার টাইটেল স্পন্সরশিপও ২৮ মাসের জন্য কিনেছে আলেশা মার্ট, বিনিময়ে বিসিবি পাচ্ছে ৩২ কোটি ৫৫ লাখ টাকা।
টাইটেল স্পন্সরের জন্য দরপত্র আহ্বান করেছিলো বিসিবি। সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই চেয়েছিলো স্পন্সর হতে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে টপকে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম এই স্বত্ত্ব কিনে নেয় ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত। পরে সেই স্বত্ত্ব তাদের কাছ থেকে নিয়ে নেয় আলেশা মার্ট। দেশীয় অনলাইন বিপণন প্রতিষ্ঠানটির সাথে কো স্পন্সর হিসেবে থাকবে দেশীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা সংস্থা ওয়াল্টন।
টাইটেল স্পন্সর নির্দিষ্ট হয়ে যাওয়ায় আগামী ২৩ মে থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ সিরিজটি “বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেড বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়াল্টন” নামে পরিচিত হবে।
সিরিজের সবগুলো ম্যাচ দিবারাত্রির। সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।