চার হাঁকিয়ে মুমিনুলের সেঞ্চুরি

top Banner

বাংলাদশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি তার। নিজেকে এবার আরো একটু উপরে নিয়ে গেলেন মুমিনুল হক। পেলেন আরো একটা সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের এটি ১১তম সেঞ্চুরি, যা সর্বোচ্চ। ৯টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল।

পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল হক। আগের দিন ব্যক্তিগত ৯৮ রানের মাথায় ধনাঞ্জয়াকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার ব্যক্তিগত ৯৭ রানে থাকা অবস্থায় সেই ধনাঞ্জয়াকে চার হাঁকিয়ে সেঞ্চুরি করেন মুমিনুল।

প্রথম দিন শেষে ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। শান্ত ছিলেন ১২৬ রানে। দ্বিতীয় দিনে দুজনে ধীর স্থির ভাবেই রান তুলতে থাকেন। যার ফল পেতে শুরু করেছে বাংলাদেশ। ২২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। এর মধ্যে ছিল ৯টি চারের মার।

রানের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্তও। প্রথমবারের মতো দেড় শ’ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৪৩ বলে দেড় শ’ স্পর্শ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩৭৫ রান।

আরো খবর