চলমান রিপোর্ট
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের একটি আউটলেট বন্দর নগরীর চাক্তাইতে উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ১১ অক্টোবর) দুপুরে চাক্তাই বাজারের ভেড়া মার্কেট এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক প্রধান (এসএমই) এম মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের কাছে এসএমই সেবা পৌঁছানোর জন্য ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা শুরু করেছে। ব্যাংকিং সেবার মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসার জন্য সহজে সেবা পেতে পারেন। তিনি আরো বলেন, এজেন্ট ব্যাংকের ৫৯১ আউটলেট সারা দেশে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ব্য্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার (এসএমই) এএইচএম মিজানুর রহমান, রিজিওনাল হেড (মনিটরিং) জাফর ইকবাল, ব্র্যাক ব্যাংকের আশাদগঞ্জ শাখা ব্যবস্থাপক কাশেমুজ্জামান চৌধুরী, চাক্তাই শাখা ব্যবস্থাপক সাইফুদ্দিন আহমেদ, কমার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক এসএম আমির হোসেন, কাস্টমসের সাবেক সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য দেবদুলাল ভৌমিক।
অনুষ্ঠানের বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী এখনো ব্যাংকিং সেবার বাইরে। ব্যাংকিং সেবা নিতে তাদের মধ্যে ভীতি কাজ করে। দেশের তৃনমুল পর্যায়ের নারী পুরুষদের ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট। এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসার মুলধন সংগ্রহে সহজেই ঋণ নিতে পারছে। দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইদ্রিস আলী চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী, মির্জা জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, বদরুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, জুয়েল চক্রবর্তী, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, শাহাদাৎ হোসেন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের বিভিন্ন এজেন্ট আউটলেটের এজেন্ট এজেডএম সাইফুল ইসলাম টুটুল, আশরাফ উদ্দিন, চাকতাই এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট ফজলে ফারাবী চৌধুরী ফজলে নিহাল চৌধুরী প্রমুখ।