চলমান মিরসরাই’র উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরীর মায়ের ইন্তেকাল

চলমান রিপোর্ট
চলমান মিরসরাই সম্পাদনা পরিষদের উপদেষ্টা বাংলাদেশ কাস্টমসের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরীর মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর।
আনোয়ারা বেগমের ছেলে কামরুল ইসলাম চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আনোয়ারা বেগম সাত পুত্র সন্তান এবং তিন কন্যা সন্তানের জননী। তার সকল পুত্র এবং কন্যা উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। দক্ষিণ মোবারকঘোনা আনোয়ারা বেগম বিদ্যালয় ও আনোয়ারা বেগম মক্তবসহ তার নামে অনেক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
কামরুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাদ জুমা মোবারকঘোনা ছিদ্দিকীয়া মাদ্রাসার মাঠে তার মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে চলমান মিরসরাই’র উপদেষ্টা কামরুল ইসলাম চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চলমান মিরসরাই সম্পাদনা পরিষদ।
এছাড়া আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চলমান মিরসরাই’র প্রধান সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক, চলমান নিউইয়র্ক যুক্তরাষ্ট্র, মিরসরাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র, শেষ বিদায়ের বন্ধু, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা, প্রজন্ম মিরসরাই, শান্তিনীড়, প্রতীতি, দূর্বার প্রগতি সংগঠন, সৃজন যুব সংঘ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, তারকা ক্রীড়া সংঘ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।