- চলমান ডেস্ক
মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়’র অর্থায়নে অসহায় একটি পরিবারকে নগদ অর্থ ও টিন প্রদান করা হয়েছে। উপকারভোগী রবিউল হোসেন উপজেলার ৪নং ধুম ইউনিয়নের মোবারকঘোনার বাসিন্ধা।
চলমান মিরসরাইয়ের সহ ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সংগীতশিল্পী শেখ মহসীন চলমান মিরসরাইর পক্ষে ১৩ হাজার টাকার টিন ও আনুসাঙ্গিক খরচবাবদ নগদ ৭ হাজার টাকার সহয়তা প্রদান করেন।
শেখ মহসীন বলেন, এ পরিবারের ঘরটি বসবাসের অযোগ্য ছিলো। ঘরের টিন নষ্ট হয়ে ঘরে পানি পড়তো। তাদের এ সমস্যাটি দূর করে ঘরটি বসবাসের যোগ্য করে তুলতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।