Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
চরশরত মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত - চলমান মিরসরাই

চরশরত মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

top Banner

‘বন্ধু, কী খবর বল?’ দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এভাবে কুশল বিনিময় শুরু হয়। চলে আলাপচারিতা আর পারিবারিক গল্প। কেউ কেউ ফিরে যান বিদ্যালয়জীবনের মজার স্মৃতির কথায়।

নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী চরশরত মডেল হাই স্কুলের সবুজ মাঠ। ১৪ এপ্রিল ২০২৪ রবিবার অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী। বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এই প্রথমই অনুষ্ঠিত হলো পুনর্মিলনী। তাই উৎসবের মাত্রাটা ছিল একটু বেশিই।

রিউনিয়নের আহ্বায়ক ও ৬নং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াশিম আকরাম শাকিলের নেতৃত্ব পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিচালিত হয়। ৬ নং ইছাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউপি সদস্য আবু ছালেক ও ওয়াশিম আকরামের আর্থিক সহযোগিতার সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সফলতার জন্য সর্বাত্মক চেষ্টা করেন অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, ইসমাইল হোসেন, পায়েল,নুরউদ্দিন ও সদস্য মোঃ আরিফ। এছাড়া অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব নাথ, সহকারি শিক্ষক আবদুর রব, রবিউল হোসাইনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা মণ্ডলী সর্বাত্মক সহযোগিতা করেন।

অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। এইছাড়াও বিদ্যালয় পরিচালনা পরিষোদের সকল সদস্য বিন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৯ টা থেকে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। চরশরত মডেল হাই স্কুলের ১৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল আজিজ, ১৭ ব্যাচের শিক্ষার্থী মোঃ ইসমাইল হোসেন ও বিদ্যালয়ের বিদ্যুোৎসাহী সদস্য সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। সাবেক – বর্তমান সকলের পদচারনায় বিদ্যালয় প্রাঙ্গন নতুন রুপে পরিচিতি লাভ করে।

এসময় পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের স্মৃতিচারণা, হাঁড়িভাঙা প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা ইত্যাদি। শিক্ষার্থীদের চাঞ্চল্যকর পারফর্মেন্স দেখে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ অত্যন্ত মুগ্ধ হন।

এ বিদ্যালয় থেকে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনার আয়োজন করা হয়।কৃতি শিক্ষার্থীরা ছিলেন , জুটন দাস ঢাকা বিশ্ববিদ্যালয়। সুজিত দাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মোঃ সালমান ঢাকা বিশ্ববিদ্যালয়।মোঃ আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়। কানিজ ফাতেমা নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। মিতা রানী দাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মোঃআনোয়ার হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নিমাই দাস ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রান্ত দাস জগ্ননাথ বিশ্ববিদ্যালয়। অংশু দাস ঢাকা বিশ্ববিদ্যালয়। আকাশ দাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। তৌফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত অনুন্নয়ন ,শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন সুজিত দাস, মোঃ সালমান,মোঃ আরমান, মোঃ আনোয়ার।

আরো খবর