মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯মার্চ) অপরাধ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ বিষয়ক সভায় জেলার শ্রেষ্ঠ ওসি’র নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম।
এ সময় মোঃ কবির হোসেনের হাতে সম্মাননা সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন তিনি।
জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ মিরসরাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. কবির হোসেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে যোগদান করেন। কবির হোসেন মিরসরাই থানায় যোগদান করার পর কৃতিত্বের সাথে কাজ করে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত মালামাল উদ্ধার সহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন। তিনি মিরসরাই থানায় যোগদান করার এক বছরের মধ্যেই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রেখেই সফলতার এ কৃতিত্ব অর্জন করেন।