চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের বঙ্গবন্ধু’র কবর জিয়ারত

top Banner

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়ায় সফর করেছে চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগ।এসময় বঙ্গবন্ধুর কবর জিয়ারত এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তারা।

শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কবর জিয়ারত করেন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।এরপর সেখানে ১৫ আগষ্ট উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ।

এসময় সেখানে উপস্থিত চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আজাদ,রুকন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক দাউদ খাঁন আকাশসহ চট্টগ্রাম উত্তরজেলার আওতাধীন বিভিন্ন উপজেলা,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সম্পাদকসহ উত্তরজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

এসময় চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগের সভাপতি এড.শামীম বলেন,বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত মাননীয় প্রধান মন্ত্রী নেতৃত্বে জাতি শোককে শক্তিতে পরিণত করে উন্নয়নে পথে এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন দিদার বলেন,আগামী নির্বাচনে চট্টগ্রাম উত্তরের ৭ টি আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আমরা চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগ এক এবং ঐক্যবদ্ধ।

 

এছাড়া চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়া বলেন,জাতি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার গড়ার স্বাদ পাচ্ছে তারই তনয়া শেখ হাসিনার নেতৃত্বে।শোকের যে ক্ষত জাতি গত ৪৮ বছর ধরে বয়ে বেড়াচ্ছে সে ক্ষত কোনো দিন যাবে না।তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা বিরোধীরা আর কখনো দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে নাহ।

আরো খবর