চট্টগ্রামে সন্ধ্যা ৬ টার পর দোকান মার্কেট রেস্টুরেন্ট বন্ধ থাকার ঘোষনা আসছে

চট্টগ্রাম ব্যুরো

দেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চট্টগ্রামের সব ধরনের দোকান, শপিংমল, রেস্টুরেন্ট সন্ধ্যা ৬ টার পর বন্ধের ঘোষণা আসছে শিগগিরই। এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে শুধু নিত্যপণ্যের বাজার ও জরুরি ওষুধের দোকান।
শুক্রবার (২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ ধরনের একটি নির্দেশনা জারি হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। যা সন্ধ্যার আগেই গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

এর আগে (১ এপ্রিল) বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট, মেলা ও সিনেমা হল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনার সংক্রমণরোধে আরও ১৭ টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন।

আরো খবর