চট্টগ্রামে ই-লার্ণিং প্লাটফর্ম জিএসআইএস একাডেমির যাত্রা শুরু

top Banner

একঝাঁক তরুন স্বপ্ন দেখছে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে। সেই স্বপ্ন বাস্তবায়নে এবার যাত্রা শুরু করলো ই-লার্ণিং প্লাটফর্ম ‘জিএসআইএস একাডেমি’র নামে একটি অনলাইন ভিত্তিক শিক্ষা পোর্টাল। সোমবার (২০ মার্চ) নগরীর সিআরবিতে অবস্থিত তাসফিয়া গার্ডেন হলে কেক কেটে ও প্রতিষ্ঠানের লোগো সংবলিত টিশার্ট উন্মোচনের মাধ্যমে অনলাইন পোর্টালটির উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। যেখানে বাংলাদেশ সহ ১১৪ টি দেশে অনলাইন ক্লাসের মাধ্যমে সেবা দেয়ার লক্ষে কাজ করবে জিএসআইএস একাডেমি।

জিএসআইএস একাডেমির এক্সিকিউটিভ ডিরেক্টর ও চীফ অপারেশন অফিসার (সিওও) নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান এর সঞ্চালনায় ও একাডেমির স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার ও (সিইও) মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় ৩এর সমাজসেবা অফিসার মো. আশরাফ উদ্দিন, অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রসিডেন্ট ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ডা. মুহাম্মাদ সানাউল্লাহ, ওয়েব পয়েন্ট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মহসিন, মুক্তধারা লিমিটেড সিইও পার্থ প্রতিম দাশ, কবি নজরুল একাডেমি চট্টগ্রামের ফাউন্ডার ও নির্বাহী পরিচালক মো. নূর নবী, ক্যারিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার সাঈদ আজাদ প্রমুখ। এছাড়া জিএসআইএস একাডেমির প্রশিক্ষক ও কলাকূশলীবৃন্দ উপস্থিত ছিলেনঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে এমন যুগোপযোগী উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সমাজসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেকোন প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।”

প্রধান বক্তার বক্তব্যে রওশন আরা চৌধুরী বলেন “পৃথিবীজুড়ে যত আন্দোলন হয়েছে সব তরুনদের হাত ধরেই, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ সবই তরুনদের মাধ্যমে হয়েছে। তাই আমি বিশ্বাস করি এই জিএসআইএস একাডেমিরর মাধ্যমে তরুনরা বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।”

অধ্যক্ষ ডা. সানাউল্লাহ বলেন “জিএসআইএস একাডেমি গ্লোবালি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, তোমাদের এগিযে যাবার পথ সুগম করতে বানিজ্য মন্ত্রনালয়ের সহযোগিতা আমি দিবো।”

প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ আরিফ বলেন ” জিএসআইএস একাডেমিতেতে সমস্ত শ্রেনী পেশার মানুষ প্রশিক্ষণ নিয়ে নিজেকে চতুর্থ শিল্পবিপ্লব এর যুগোপযোগী করে গড়ে তুলবে।”

প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (সিওও) নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান বলেন “একবিংশ শতাব্দীর এই যুগে আমাদের মানুষের পাশাপাশি রোবটের সাথেও প্রতিযোগিতা করতে হবে। তাই এই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে হলে জিএসআইএস একাডেমি’র বিকল্প নেই”।

আরো খবর