
সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মিরসরাই উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল তুহিনের নেতৃত্বে নিজামপুর কলেজ এলাকায় প্রতিবাদ সভায় মিলিত হন সাবেক ও বর্তমান ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীরা।
প্রতিবাদ মিছিলটি ঢাকা- চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে নিজামপুর কলেজ শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সাবেক ছাত্রনেতা মাইনুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল তুহিন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম। এ সময় আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন, যুবলীগ নেতা আলাউদ্দিন, সাবেক নিজামপুর কলেজ ছাত্রলীগ সভাপতি জিকু দাস ও সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল তুহিন বলেন, সাধারণ নামের অসাধারণ ছাত্র শিবির ও ছাত্র দলের ক্যাডার যে ভাবে ছাত্রলীগের উপর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিরসরাইয়ে সর্বস্তরের নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে আগামীর সকল আন্দোলন এক সাথে প্রতিহত করতে হবে।