গুইমারায় সাংবাদিক থেকে ইউপি সদস্য

top Banner

খাগড়াছড়ি ব্যুরোঃ

খাগড়াছড়ি গুইমারা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১১ই নভেম্বর মেম্বার পদে দিদারুল আলম নামে এক প্রতিবাদি সাংবাদিক নির্বাচিত হয়েছেন ।

গুইমারা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাংবাদিক দিদারুল আলম ( টিউবওয়েল প্রতিকে) ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী বর্তমান মেম্বার নুরুল ইসলাম ( ফুটবল প্রতিকে) ৪৭২ এবং কংজুরি মারমা ১৩৯ ভোট পান।

দিদারুল আলম গুইমারায় একজন প্রতিবাদী সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় নানান অনিয়মের সংবাদ প্রকাশ করে এলাকাবাসীসহ জেলাতে বেশ জনপ্রিয় হয়ে উঠেন।

কয়েকটি অনিয়মের সংবাদে প্রকাশের পর সাধারন মানুষ উপকৃত হয়েছে। তবে এসব নিউজের বিপরিতে তাকে কয়েকটি মামলার সম্মুখিন হতে হয়েছে যার কারনে সাধারন মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। দিদারুল আলম দৈনিক কালের কন্ঠ, সিএনএন টিভি, ও ৭১ বাংলা টিভিতে স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত।

এদিকে নির্বাচিত হওয়ার পর দিদারুল আলমকে এলাকাবাসী ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। প্রতিবাদী সাংবাদিক থেকে সাধারন মানুষের ভালোবাসার কারনে তার এ জয় বলে মনে করেন সাংবাদিক সমাজ সহ গুনিজনরা।
এসময় দিদারুল আলম বলেন- এই জয় আমার নয়, এই জয় অসহায় মানুষের। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি সুন্দর, সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলবো। সকল সুবিধা-অসুবিধায় সাধারন মানুষের পাশে থাকবো।
আপনারাও আমার পাশে থাকবেন। তিনি আরো বলেন- আমাকে নির্বাচনে জয়ী করতে দিনরাত যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নিকট আমি কৃতজ্ঞ। নির্বাচণের পরের দিনই দিদারুল আলম পুরো এলাকায় গিয়ে এলাকাবাসীর সাথে আনন্দ বিনিময় করে আসেন।
এদিকে সাংবাদিকের এমন বিজয়ে জেলা ও উপজেলার সিনিয়র সাংবাদিকদ্বয় সহ গুনিজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

আরো খবর