চলমান রিপোর্ট
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের এক নারীকে অনৈতিক কু-প্রস্তাব দেয়ার অভিযোগে থানায় অভিযোগ হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছে ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
২৯ মে (শনিবার) খৈয়াছড়া ইউনিয়নে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবের আহমদ নিজামীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম সরওয়ার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল্লাহ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম মাহফুজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার চম্পা, সাধারণ সম্পাদক জরিনা বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী, এস এম নুরুল আবসার, সদস্য মুসলিম উদ্দিন, সদস্য আবু তাহের দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত জামিল এবং সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়।
গত ২২মে মিরসরাই থানায় ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর মিরসরাইবাসী ক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তাগণ বলেন, অসহায় নারীর সরলতার সুযোগ নিয়ে তার সমস্যা সমাধানের নামে তাকে অনৈতিক কুপ্রস্তাব দিয়ে, মোবাইল ফোনে অনৈতিক কু-প্রস্তাব দেওয়া জঘন্য অপরাধ। এহেন কর্মকান্ডের অভিযোগের সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলে আগামীতে আর কেউ এমন কর্মকান্ড জড়ানোর সাহস করবে না।
এসময় বক্তাগন অতিদ্রুত গিয়াস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবী জানান এবং প্রশাসনকে তার গ্রেফতারের দাবী জানিয়েছেন।