গাড়ি চাপায় দুই হরিণের মৃত্যু

top Banner

::নিজস্ব প্রতিবেদক::
মঘাদিয়া ঘোনায় গাড়িচাপায় দুটি হরিণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়ীবাঁধের উপর হরিণ দুইটির মৃত্যু ঘটে। খবর পেয়ে শুক্রবার দুপুরে হরিণ দুটি উদ্ধার করে মাটি চাপা দেয় বন বিভাগ মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।

এ বিষয়ে বন বিভাগ মিরসরাই উপকূলীয় রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা বলেন, উপকূলীয় বেড়ীবাঁধের উপর গাড়ি চাপায় দুটি হরিণ মরে গেছে এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করা হয়। ধারণা করছি বৃহস্পতিবার রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে রাস্তায় গাড়ি চাপা পড়েছে হরিণ দুটি। মারা যাওয়া হরিণ দুটির বয়স ১০ বছরের মত হবে। পরে হরিণগুলো মাটি চাপার দেয়া হয়।

আরো খবর