চলমান রিপোর্ট :
অবরোধের সমর্থনে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মশাল মিছিল দিয়ে গাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় বিএনপির ৩৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬০ থেকে ৭০ জনকে আসামী করা হয়।
শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু ছালেক বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মিরসরাই থানায় মামলাটি (নং ৩) দায়ের করেন। মামলার এজাহার নামীয় ২৫ নং আসামী খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার খাদেমুল ইসলাম প্রকাশ নিলু (৪৭) ও অজ্ঞাত আসামী পশ্চিম মিরসরাই এলাকার আমান উদ্দিন কাজলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে নয়দুয়ারিয়া এলাকায় চট্টগ্রামমুখী লেইনে গাড়ী ভাংচুর ও মহাসড়কে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুন লাগানোর কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আবু ছালেক বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬০ থেকে ৭০জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলার এজাহারনামীয় একজনসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।