চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণ সমাবেশে যাওয়ার সময় হামলায় আহত হওয়া বিএনপি নেতাদের দেখতে গেছেন চট্টগ্রাম উত্তর জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহম্মদকে বাড়িতে এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন হাজারী ও জাফর আলম লিটনকে ফেনী শহরের একটি হাসপাতালে দেখতে যান বিএনপি নেতারা।
এছাড়া উপজেলার খৈইয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুর রহিম বাবলু শারিরীক ভাবে অসুস্থ থাকায় তাকেও দেখতে যান বিএনপি নেতারা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, বর্তমান আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ তুহিন, যুবদল নেতা জিয়া উদ্দিন বাবলু, সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম বাপ্পি, যুবদল নেতা রেজাউল করিম, ছাত্রদল নেতা ভেন্টু।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিভাগীয় গণ সমাবেশে যাওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে কয়েকটি গাড়ীও। হামলা, মামলা-ভাংচুর করে অবৈধ সরকার বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি এবং এটা আমাদের সাংগঠনিক দায়িত্বের অংশ।