::চলমান রিপোর্ট::
মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালায় কেপিএল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) খোরমাওয়ালা হাজী নুর আহম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কেপিএল এর ৩য় আসরের ফাইনাল খেলায় অংশ নেয় বেঙ্গল টাইগার্স ও ইমোর্টালস ক্রিকেট টিম। ফাইনাল খেলায় ইমোর্টালস ক্রিকেট টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় বেঙ্গল টাইগার্স। এছাড়াও এ টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে র্যামপেজ ক্রিকেট টিম ও টিম ওয়ারিয়র নামের আরো দুটি দল।

৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা তাজুল ইসলামের একক পরিচালনায় অনুষ্ঠিত কেপিএল টুর্ণমেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রবিউল রণি, নুরুল আলাম, জুয়েল রানা, আকরাম, বাপ্পি, রয়েল, হাসেম, নাছির, দুলাল, রবি, জহির, সামসুদ্দিন, তাজুল, শাওন, রিয়াজ, শিবলু প্রমুখ।
উল্লেখ্য, কেপিএল টুর্ণমেন্টে কোন এন্ট্রি ফি গ্রহণ করা হয়নি।