::শিহাব উদ্দিন শিবলু::
১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক জুনু খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
১২ মার্চ শনিবার সকালে মাদ্রাসার হল কক্ষে সংবর্ধিত প্রধান অতিথি আলহাজ্ব মাহফুজুল হক জুনুকে সম্মাননা স্মারক তুলে দেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকারা। পরবর্তিতে পরিষদের অন্যান্য পুরুষ ও মহিলা সদস্যদের ফুল দিয়ে বরণ করে হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল হাকিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবের আহমদ নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম মাহফুজ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার আলাউদ্দিন, সহকারি শিক্ষক নুরুদ্দিন।সংবর্ধনা শেষে সহকারী শিক্ষক হায়দার আলী দোয়া ও মোনাজাত করেন।