স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ঘোষিত মাস ব্যাপী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকালে ইউনিয়নের একটি কমিউনিটি ক্লাবে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবের আহমেদ নিজামির সভাপতিত্বে এবং মহিউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহ-সভাপতি এসএম সরোয়ার উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মাহফুজুল হক জুনু,উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম মাহফুজ, উপজেলা আওয়ামী সেচ্চাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত জামিল,ওয়ার্ড আওয়ামী লীগ থেকে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল করিম, ইউপি সদস্য থেকে বক্তব্য রাখেন গোপাল চন্দ্র চৌধুরী, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদুল হাসান রাবিব।
এসময় বক্তারা বলেন, ৭৫’র ১৫ই আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই স্ব-পরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা চেয়ে ছিলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নামকে মুছে ফেলতে। কিন্তু আল্লাহর মেহেরবাণীতে আজও শেখ হাসিনা ও শেখ রেহানা আমাদের মাঝে বেঁচে আছেন। আর আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত চক্র তাদের পশ্চিমা প্রভুদের সাথে নিয়ে শত ষড়যন্ত্র করছে। দেশবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সবশেষে ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও মিরসরাইয়ের আগামীর কর্ণধার আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের সুস্থতা কামনায় দোয়া করা হয়।