‘নিরপেক্ষ সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। যতদিন সাধারণ জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবো না, ততদিন পর্যন্ত আন্দোলন থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই। অনেকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে।’ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা অনেক অহংকার ও দাম্ভিকতা দেখিয়েছেন, অথচ এক কাপড়ে পুরনো আত্মীয়ের কাছে চলে যেতে বাধ্য হয়েছেন। তিনি চলে গেলেও এখনো তাঁর প্রেতাত্মারা পাশ^বর্তি দেশের সাথে ষড়যন্ত্র করছে। ১৭ বছর জনগন থেকে বিচ্ছিন্ন করে বিএনপিকে নিশে^ষ করতে পারেন নি। দেশের মানুষ আবারো বিএনপিকে ক্ষমতায় আনবে। কারণ বিএনপির শিকড় অনেক গভীরে।’
খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুজ্জামান চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবলু, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক নুরুল আলম কোম্পানী, শাহাদাত হোসেন, শাহ মো. সালাহ উদ্দিন কাদের, ডা. শহীদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ মাঈন উদ্দিন, যুবদল নেতা নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আকবর মির্জা, ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব শামীম। সভা শেষে একটি মিছিল বড়তাকিয়া বাজার প্রদক্ষিণ করে।