নিজস্ব প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া -মুনাজাত ও ইফতার মাহফিল করেছে ছাত্রদল। মঙ্গলবার উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা শাখা, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও কলেজ এবং নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, বারইয়ার হাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাসান, বারইয়ারহাট ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা ও সদস্য সচিব তানভীর হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নুর উদ্দিন রাজু, এমরান আনোয়ার, সাখাওয়াত হোসেন, তৌহিদুল ইসলাম, আমিন শরীফ, পারভেজ। উপজেলা ছাত্রদলের সদস্য আবু শাহাদাৎ সায়েম, সেলিম, এমরান হোসেন জুয়েল ও আদিল মাহমুদ, মিরসরাই পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন, তপু, জাহেদুন নবী, নিজামপুর কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন। এতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।