নিজস্ব প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নাসিমন ভবন জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির নব-গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য যথাক্রম এম এ হালিম, নুরুল আমিন, অধ্যাপক ইউনুস চৌধুরী, এ্যাডভোকেট আবু তাহের, ইঞ্জিনিয়ার বেলায়েত, জসিম উদ্দিন চৌধুরী, শাহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আনোয়ার, যুবদলের হাসান মোহাম্মদ জসিম, মুরাদ চৌধুরী, মোহাম্মদ নুরুল হুদা, শওকত আকবর সোহাগ, কৃষকদলের অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, ছাত্রদলের জাহিদুল আফসার জুয়েল সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম হিলালী
আরো খবর