খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিরসরাইয়ে বিএনপির দোয়া মাহফিল

top Banner

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বড়তাকিয়া জামে মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন, আব্দুর রহিম বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরেচ্ছাপা ডিপটি, মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ, মিরসরাই পৌর বিএনপির সদস্য এডভোকেট শাহরিয়ার, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মেজবাউল আলম পারভেজ, খৈয়াছড়া ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ, দুর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা মো. ইউসুফ, ইছাখালী ইউনিয়ন যুবদল মিজান প্রমুখ। এছাড়া উপজেলার ১৬ ইউনিয়নে কর্মসূচি পালন করা হয়েছে।

 

আরো খবর