খাগড়াছড়ি ব্যুরো: খাগড়াছড়ি উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং উপজেলা ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে প্রণোদনা বিতরণ অনুষ্ঠান ও ফল মেলায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে প্রনোদণা প্রদান সহ ফল মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: সানাউল হক সঞ্চালনায় স্বাগত বক্তব্যে প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা(ভা:) আলী আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা(ভা) আবুল কালাম, তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন,উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সমাপন চাকমা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা(ভা:) আলী আহমেদ এপ্রতিনিধিকে বলেন-এ কর্মসূচির আওতায় রামগড় উপজেলায় ২শত জন কৃষকদের মধ্যে প্রতি কৃষককে বীজ ধান- ৫কেজি, ডিএপি-১০কেজি, এমওপি ১০ কেজি বিনামূল্যে ক্ষুদ্র- প্রান্তিক কৃষকদের হাতে কৃষি প্রনোদণা প্রদানের মধ্যেদিয়ে ফলমেলা উদ্বোধন করা হয়।