খাগড়ছড়ি ব্যুরোঃ
খাগড়াছড়ি জেলা পর্যায়ে রাজস্ব ও ভূমি সেবা-২০২২ এ গুরুত্বপূর্ণ অবদানের জন্য খাগড়াছড়ি জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভালো কাজের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা মূল্যায়নে সহকারী কমিশনার(ভূমি) জেলা পর্যায়ে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তিনি। জেলার ৯টি উপজেলায় ৯ জন এসিল্যান্ডের মধ্যে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। জেলার চৌকস অফিসার হিসেবে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত বৃহঃবার(২ জুন) খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর কাজ থেকে নিজ হাতে এ সম্মাননা স্মারক গ্রহন করেন । মেধা, সততা, দক্ষতা, সাহসিকতা, আন্তরিকতা, দৃঢ় মনোবল, সৃজনশীলতা, মার্জিত ব্যবহার, বিনয়, অসহায় পরিবারের জন্য দেয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সঠিক বন্টন অসাধারণ এক অনবদ্য সংমিশ্রণে তাঁর এ অর্জন বলে অনেকেই মনে করেন।
রামগড় উপজেলা বাসীর জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাওয়া এ কর্মকর্তার অসামান্য অর্জনে রামগড় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, হেডম্যান-কার্বারী সহ রামগড়বাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত এবং তাঁর প্রতি নিরঙ্কুশ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার বলেন, আমাকে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করায় শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার সহ সংশ্লিষ্ট্য সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি এই অর্জন আমার ভবিষ্যত জীবনকে আরো বেশি কর্মময় ও গতিশীল করবে।