চলমান রিপোর্ট :
কোমড়ের আঘাত নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গণপূর্তমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারি নূর খান। এর আগে বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় তাঁকে ভর্তি করা হয়।
ব্যক্তিগত সহকারি নূর খান বলেন, গত ১০ অক্টোবর রাতে মিরসরাইতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ডাক্তার নির্দেশনায় তাঁকে বুধবার ঢাকায় আনা হয়। বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কিন্তু কোমড়ের চোটের কারণে একটি ছোট অপারেশন করতে হতে পারে। তবে অপারেশনের সিদ্ধান্ত এখনো চুড়ান্ত হয়নি। ডাক্তারের নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা নিব। ফলে আরও কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি থাকতে পারেন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রাতে সাবেক এই মন্ত্রী চট্টগ্রামের নিজ বাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত পান।