কেপিআই সার্ভিস লিমিটেড’র শিক্ষাবৃত্তি প্রদান

top Banner

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেনকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে কনসালটেন্সি কোম্পানি কেপিআই সার্ভিস লিমিটেড।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর অংশ হিসেবে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

কেপিআই সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক প্রিয় দে’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিবিএস’র স্টাফ করসপন্ডেন্ট শাহাদাৎ হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবিএস’র চট্টগ্রাম ব্যুরো চিফ শামসুদ্দিন ইলিয়াস।

শিক্ষা বৃত্তি প্রদানকালে শামসুদ্দিন ইলিয়াস কেপিআই এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে প্রেষণা যোগায়। কেপিআই ভবিষ্যতেও এই ধরনের ভালো উদ্যোগ অব্যাহত রাখবে।

কেপিআই’র ব্যবস্থাপনা পরিচালক প্রিয় দে বলেন “সামাজিক দায়িত্ববোধ কেপিআই সার্ভিস লিমিটেডের মূল্যবোধের অন্যতম অংশ। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষাবৃত্তি। ভবিষ্যতে কেপিআই’র শিক্ষাবৃত্তির আওতা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিবিএস এর সিনিয়র স্টাফ করসপন্ডেন্ট ওমর ফারুক, স্টাফ করসপন্ডেন্ট আবু আজাদ, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার খায়রুল আমিন এবং চট্টগ্রাম ওয়াসার সিনিয়র অডিট অফিসার রক্তিম দেব প্রমুখ।

আরো খবর