কিডনি আক্রান্ত রোগীকে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের আর্থিক সহায়তা

চলমান রিপোর্ট

মিরসরাইয়ে কিডনি রোগে আক্রান্ত এক যুবককে আর্থিক সহযোগিতা প্রদান করেছে হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগ। রবিবার (১৩ জুন) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামে কিডনি রোগে আক্রান্ত যুবক মুসলিম উদ্দিন রাশেদকে এই সহযোগিতা করা হয়।

এসময় হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া সওদাগর, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সওদাগর, দীল মোহাম্মদ মেম্বার, মিয়া মেম্বার, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন মিঠু, নূর হোসেন, ফখরুল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া সওদাগর জানান, মধ্যম আজমনগর গ্রামের মুসলিম উদ্দিন রাশেদের দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন। তাই হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়া রাশেদের চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

আরো খবর