কারাগারে বন্দি নেতাকর্মীদের জন্য ঈদ উপহার পাঠালেন মিরসরাই বিএনপির আহবায়ক শাহীদ চৌধুরী

top Banner



চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মিরসরাই বিএনপির নেতা-কর্মীদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) কারাগারের ফটকে গিয়ে নেতা-কর্মীদের জন্য এসব উপহার পাঠানো হয়। কারাগারে বন্দি নেতা-কর্মীরা হলেন বারইয়াহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন হাজারী, ১৬ নং সাহেরখালী বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন, আবু ছিদ্দিক, আরিফুল ইসলাম, কবির বলি ও ১৩ মায়ানী বিএনপি নেতা কবির মাস্টার সহ ১৫ জন।
এ সময় শাহীদুল ইসলাম চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন, যুগ্ম আহবায়ক সামসুল হুদা খানসাব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, খৈয়াছড়া বিএনপির যুগ্ম আহবায়ক মাইনুল করিম সাজিদ, জাসাসের মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন জনি প্রমুখ।

আরো খবর