কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

top Banner

মিরসরাইয়ের সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় স্থানীয়  নুরুলগনি ইসলামী একাডেমি মাদ্রাসা ও এতিম খানায় এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এসময় বিভিন্ন প্রজাতির ১৫০ টি চারাগাছ রোপন করে সংগঠনের সদস্যরা।

পরে আলোচনা সভায় মাদ্রাসা ও এতিম খানাটির প্রতিষ্ঠাতা এম আবদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে  ও কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি মোঃ ফেরদাউস আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠন টির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাসেল, উপ প্রচার সম্পাদক নুর আবছার রাজু, অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদ বাশসা, সদস্য নাহিদুল হক ইমুসহ মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।

বক্তারা বলেন, কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন যাত্রা শুরু করার পর  বিভিন্ন ধরনের সমাজসেবামূলক ও কর্মকান্ড করে আসছে। ভবিষ্যতেও তার ধারাবাহিকতা  অব্যাহত থাকবে।

আরো খবর