চলমান রিপোর্ট
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, তরুণ ব্যবসায়ী মো. সুজন।
মো. সুজন ৮নং ওয়ার্ড কাজীরতালুক এলাকার মো. নুরুল আমীনের ছেলে। তিনি স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বিগত ৪দলীয় জোট সরকার আমলে ব্যপক নির্যাতন, নিপিড়নের শিকার হন। মামলা হামলায় জর্জরিত সুজন এবার কাজীরতালুক এলাকার ৮নং ওয়ার্ডের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান।
মো. সুজন বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত রয়েছি। পাশাপাশি এলাকায় সমাজ কর্ম করে যাচ্ছি। জনগনের ভোটে নির্বাচিত হয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া আমার লক্ষ। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, রাস্তাঘাট, পোলকালভার্ট উন্নয়ন ও অপরাধ ঠেকাতে এলাকার সড়কের মোড়ে মোড়ে ল্যাম্পোস্ট বসিয়ে অপরাধ নির্মূল করা হবে। সমাজের অসহায় দুস্থদের সরকারি বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহসহ সরকারি-বেসরকারি সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা আমার লক্ষ্য। এছাড়া যুব সমাজকে আড্ডা ও মাদক থেকে ফিরিয়ে পাঠ্যমূখী করতে কাজ করা হবে।