নিজস্ব প্রতিনিধি
মিরসরাই পৌরসভায় পুনরায় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজু। বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) মেয়র ও কাউন্সিলরদের ভোটে নির্বাচত হন তিনি। রাজু ৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে পর পর তিনবার নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন।
মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেন, প্যানেল মেয়র-১ এর নির্বাচনে ভোটাভুটিতে ১৩ ভোটের মধ্যে শাখের ইসলাম রাজু ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সংরক্ষিত ১, ২, ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রিজিয়া বেগম পেয়েছেন ৬ ভোট।
জানা গেছে, শাখের ইসলাম রাজু জনপ্রতিনিধির পাশাপাশি রাজনীতি ও সমাজ সেবার সাথে জড়িত রয়েছেন। তিনি মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পূর্ব আমবাড়িয়া ফরেস্ট জামে মসজিদের সভাপতি, উত্তর আমবাড়িয়া জামে মসজিদের উপদেষ্টা, সামাজিক সংগঠন মধ্যম আমবাড়িয়া যুব সংঘ এর প্রতিষ্ঠাতা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখার সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
রাজু প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।