কর্ণফুলী শিল্পগোষ্ঠীর উদ্যোগে “হৃদয়ের সুর”প্রতিযোগিতা অনুষ্ঠিত

top Banner

মিরসরাইয়ে কর্ণফুলী শিল্পগোষ্ঠী কতৃক আয়োজিত “হৃদয়ের সুর”প্রতিযোগিতা সম্পন্ন  হয়েছে।শনিবার (২৩ নভেম্বর)সকালে নিজামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন।
কর্ণফুলী শিল্পগোষ্ঠীর সহকারী পরিচালক মুহসিন বিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডেপুটি অ্যাটনি জেনালের সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,সংগীত পরিচালক হাদিউজ্জামান বুলবুল,সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ নুরুন্নবী।
আয়োজকরা জানান,সুস্থ-সুন্দর বিনোদন মূলক ইসলামী সাংস্কৃতিক চর্চার ধারা সবার মাঝে ছড়িয়ে দিতে, তৃণমূল পর্যায়ের প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করে, তাদেরকে দেশের সর্বোচ্চ পর্যায়ের শিল্পীতে পরিনত করা’ই আমাদের লক্ষ।এছাড়াও বিজয়ীদের কর্ণফুলী শিল্পীগোষ্ঠী তে ফ্রি ভর্তি এবং জাতীয় মানের টিভি শো গুলোতে সুযোগ করে দেয়া হবে।
সর্বশেষ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে নগদ অর্থ, সনদ, ক্রেস্ট এবং দেয়ালিকা তুলেদেন অতিথিরা।

আরো খবর