করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সমাজ সেবক কাজী একরাম

চলমান রিপোর্ট

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট সমাজ সেবক কাজী একরামুল হক প্রকাশ কাজী মিলন (৬৯)। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কাজী একরাম মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া তালুক গ্রামের আজিজুল হকের পুত্র। তিনি মিরসরাই সমিতি ইউএসএ এর সাবেক সভাপতি কাজী নয়নের বড় ভাই।

কাজী একরাম মঘাদিয়া এলাকায় পারিবাবিক ভাবে এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখে গেছেন। বিশেষ করে প্রতিবছর রমজানের শুরুতে এলাকার দরিদ্র মানুষের জন্য ইফতার, ঈদ সামগ্রী বিতরণ করেন অকাতরে। অসংখ্য দরিদ্র পরিবারকে তারা স্বাবলম্বী করে দেওয়ার বিষয়ে ভূমিকা রেখেছেন। এবারের রমজানেও তেমনই প্রস্তুতি ছিলো কাজী পরিবারের। আমেরিকা প্রবাসী কাজী নয়ন গত ৪ এপ্রিল দেশে ফেরার পর এলাকায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করার পরিকল্পনা ছিলো। করোনায় সব পরিকল্পনা পিছিয়ে যায়।

এদিকে কাজী একরামের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার নিজ এলাকা মঘাদিয়া সহ মিরসরাইয়ের সর্বস্তরে। সমাজ হিতৌষী কাজী একরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সুহৃদ শুভানুধ্যায়ীরা।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন কাফন সম্পন্ন করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শেষ বিদায়ের বন্ধু ইউনিট।

আরো খবর